সমাজসেবা দিবস উপলক্ষে হাজীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের সমাজসেবা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “উন্নয়ন ও সমৃদ্ধর অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়”
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।
বিশেষ আতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দীন।
বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মির্জা শিউলি পারভীন মিলি, ত্রিনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহিউদ্দিন আল আজাদ প্রমূখ।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন।
আলোচনাসভা শেষে উপকারভোগী বয়স্কদের মাঝে ভাতার বই ও প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
 
																			 Reporter Name
																Reporter Name								 





















