পূনরায় সভাপতি আহছান হাবীব অরুন, সম্পাদক মোস্তফা কামাল মজুমদার নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক॥
হাজীগঞ্জ উপজেলা প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৩ গত ১৬ জানুয়ারী সন্ধায় হাজীগঞ্জ বিয়ে বাড়ী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাধারণ সভায় পূনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলহাজ¦ আহছান হাবীব অরুন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, ৮নং হাটিলা ইউনিয়নের চেয়ারম্যান ও শুকরান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল মজুমদার।
কমিটি নির্বাচনের পূর্বে সাধারণ সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মিডওয়ে মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহমুদা বেগম, হলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মিনহাজুর রহমান, শাহ মিরান হাসপাতাল ও মুন হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম, মেডিনোভা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডা. মো. মহিবুল আলম রুবেল, ভিআইপি হসপিটালের চেয়ারম্যান ডা. এম.এ ইসলাম সুমন, ফাতেমা গনি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. জহির উদ্দিন, পরিচালক ডা. জামাল উদ্দিন, শাহ মিরান হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওয়াসিক ফয়সাল, গোল্ডেন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রাইসুল ইসলাম রুবেল, বিসমিল্লাহ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, সিটি মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত মজুমদারসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
হলি কেয়ার হাসপাতালের পরিচালক ইব্রাহিম খান রনির পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডা.আরিফুর রহমান, ডা. মতিউর রহমান, ডা. সাব্বির আলমসহ হাজীগঞ্জ উপজেলার সকল প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও পরিচালকগণ।