সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের নবীন শিক্ষার্থীকে।
বুধবার এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো. মোসাররেফ হোসেন জসিম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ এ জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
প্রধান অতিথি বলেন, সময়কে অপচয় করা যাবেনা। জীবনে বড় হতে হলে পরিশ্রম করতে হবে। তোমাদের দিকে তাকিয়ে আছে আমাদের দেশ। তোমরাই গড়বে উন্নত বাংলাদেশ।
প্রভাষক জাহিদ হাসানের সঞ্চলনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ফাতেমা আক্তার, মল্লিকা রানী পাল, মো. মিজানুর রহমান, মো. ওমর ফারুক, স্বপন কুমার মজুমদার, হারুন অর রশিদ, মো. মজিবুর রহমান, রাশেদ গাজী, মুক্তার আহমেদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।এ সময় নবীন শিক্ষার্থী ছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
হাজিগঞ্জ মডেল পরিবারকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু