মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড চারিয়ানি গ্রাম থেকে হালিমা আক্তার (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ ফেব্রæয়ারী) সকালে ওই গ্রামের মনির উদ্দিন প্রধানীয়া বাড়ি থেকে মো. কামাল হোসেনের স্ত্রীর মরদেহ উদ্ধার করেন, থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান।
জানা গেছে, কামাল হোসেন ও হালিমা আক্তারের দুইজনের দ্বিতীয় বিয়ে। তাদের চার বছরের কন্যা সন্তান এবং কামাল হোসেনের আগের স্ত্রীর দুই সন্তান রয়েছে। এদিন সকালে হালিমা আক্তার নিজ বসতঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এমন খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
এ বিষয়ে কামাল হোসেন জানান, এদিন সকালে তিনি কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যান। যাওয়ার সময় তার ছোট মেয়ে মিমকে নিয়ে দোকানে যান এবং স্ত্রী, বড় মেয়ে ও ছোট মেয়ের জন্য দোকান থেকে কেক কিনে বাড়িতে পাঠান। এর কিছুক্ষন পর তিনি অন্য এক লোকের মাধ্যমে জানতে পারেন তার স্ত্রী আত্মহত্যা করেছেন।
এ সময় তিনি আরো বলেন, তার স্ত্রী হালিমা আক্তারের মাথায় কিছুটা সমস্যা ছিল। তাকে জি¦নে আছর করতো। যার ফলে প্রায় সময় সে কবরস্থানে চলে যেতো এবং রাত-বিরাতে ঘর থেকে বের হতো। এ সমস্যায় তিনি স্ত্রীকে কবিরাজ দেখিয়েছেন। তবে স্ত্রীর সাথে কোন রকম ঝগড়া-বিবাদ ছিলনা বলে তিনি জানান।
স্থানীয় ইউপি সদস্য জিসান উদ্দিন মুরাদ বলেন, কামালের স্ত্রী হালিমা আক্তার নিজ বসতঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পেয়েছি। পরে কামালসহ থানায় গিয়েছি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।