হাজীগঞ্জে ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। ১৬ নভেম্বর ভোরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের টোরাগড় এলাকায় চাঁদপুর-১ পল্লীবিদ্যুতের সামেনে দূর্বৃত্তরা পেট্রোল বোমা দিয়ে ট্রাকদিয়ে জ্বালিযে দেয়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করেছে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৩টির দিকে মুখে মুখেশ লাগিয়ে ১০/১২ জন যুবক ট্রাকটিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, ৯৯৯ কল পেয়ে আমরা পুলিশের সহযোগিতায় ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনি। ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। ট্রাকটি কুমিল্লা থেকে চাঁদপুর যাচ্ছিল।
ট্রাকের চালক শাহিন বলেন, গভীর রাতে হঠাৎ করে চলন্ত ট্রাকে পেট্রোল বোমার বোতল ছুঁড়ে মারে। আমি ও হেলপার লাফিয়ে নিচে পড়ি। তৎক্ষণিক এলাকাবাসি এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে ফোন করে।
তিনি বলেন, আমার গাড়ীর নং ঢাকা মেট্রো ন-১২-২৭২৫
এ ছাড়াও তফসিল ঘোষণার পর হাজীগঞ্জে কয়েকটি ট্রাক, পিকআপ, সিএনজি চালিত অটো রিক্সা ভাংচুর করেছে দূর্বৃত্তরা।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.