মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর হাজীগঞ্জে কয়েকটি যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগোর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর রাতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জ এলাকায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সম্মুখে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে তফসিল ঘোষণার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের চাঁদপুর-লাকসাম রেলপথ সংলগ্ন স্থানে ছোট পিকআপ, কাভার্ডভ্যান, সিএনজিচালিত স্কুটারসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।
তাৎখনিক পুলিশ ঘটনাস্থল উপস্থিত হলে অবরোধকারীরা পালিয়ে যায়। অন্যদিকে তফসিলকে সমর্থন জানিয়ে আনন্দ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারির ৭ তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.