অনলাইন নিজউ ডেস্ক :
ম্যাচের আগেই অস্ট্রেলিয়ান ফুটবলারদের উচ্চতা নিয়ে চিন্তিত ছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। মেলবোর্নের অ্যামি পার্কে খেলা শুরুর চতুর্থ মিনিটেই সেই উচ্চতা ব্যবহার করে অস্ট্রেলিয়া দেখিয়ে দিয়েছে কাবরেরার শঙ্কা কতটা সত্যি। শুধু উচ্চতা কেন, ব্যক্তিগত স্কিলেও দুই দলের খেলোয়াড়দের পার্থক্য কতটা সেটিও বুঝতে পেরেছে বাংলাদেশ।
কনোর মেটকাফে, ব্রেন্ডন বোরেলো, মিচেল ডিউক, ক্রেইগ গুডইউনরা রীতিমতো ছেলেখেলা করলেন বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে। অস্ট্রেলিয়ান হাই প্রেসিং ফুটবল, নিখুঁত পাসের সামনে মেলবোর্নে আজ জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, তারিক কাজীরা ছিলেন একেবারেই অসহায়।
র্যাঙ্কিংয়ের ২৭ নম্বর স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে ‘সম্মানজনক’ কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু স্কোরলাইনটা তেমন সম্মান জনক থাকল কই। বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭–০ গোলে হেরেছে বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.