জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক হাজী জসিম উদ্দিনের মা মানছুরা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। রোববার বাদ জোহর উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচৈই মাদরাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মানছুরা বেগম বার্ধক্যজনিত কারণে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজিউন।
তিনি ওই ইউনিয়নের পাঁচৈই গ্রামের মরহুম মো. আব্দুল কুদ্দুছের স্ত্রী।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও হাজী জসিম উদ্দিনের মায়ের মৃত্যুতে অন্যান্য জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, উন্নয়ন সমন্বয় কমিটি, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
২০০৪ সালে বাবা হারান হাজী জসিম উদ্দিন। আজ মাকেও হারিয়ে তিনি ও তার পরিবার শোকাহত।
হাজী জসিমউদ্দিন মায়ের জানাযায় অংশগ্রহণ করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির লিটন, এস এম মানিক, মমতাজ মেম্বার, আবু হাজী, হোসাইন হাজী, মোহাম্মদ আলী, আবুল কাশেম, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহিদ হাছান রাব্বিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও গ্রামবাসি।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.