সৌদিআরবে অগ্নিকাণ্ডে গুরুতর আহত মজিবুর রহমান দুলাল (৫২) নামের এক বাংলাদেশী প্রবাসী মারা গেছেন। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এনায়েতপুর গ্রামের হাবিবুল্লাহ্ বেপারী বাড়ির বাসিন্দা। গত ১৯ নভেম্বর (রোববার) তিনি সৌদিআরবের দাম্মাম প্রদেশের আল-মুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের বিষয়টি নিশ্চিত করে ওই ওয়ার্ডের কাউন্সিলর মো. আজাদ হোসেন মজুমদার জানান, গত ১৭ নভেম্বর (শুক্রবার) মজিবুর রহমান দুলাল দাম্মামে অগ্নিকাণ্ডে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় আল-মুনা হাসপাতালে ভর্তি করানো হয় এবং দুইদিন পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের ভাই জাহাঙ্গীর আলম সংবাদকর্মীদের জানান, জীবিকার তাগিদে ও পারিবারিক স্বচ্ছলতার আশায় ২০০৫ সালে সৌদিআরবের দাম্মামে যান মজিবুর রহমান দুলাল। গত ১৮ বছর যাবৎ তিনি দাম্মামের ‘বিতমান’ নামক একটি কোম্পানিতে চাকরি করতেন এবং সেখানেই তিনি অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়ে মারা যান।
নিহত মজিবুর রহমান দুলালের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এদিকে স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রী সাজুদা বেগম কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি স্বামীর মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন। দুলালের মৃত্যুর খবর পেয়ে তার নিকট আত্মীয়-স্বজনসহ ওই বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.