দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের ২৮৯ প্রার্থী চূড়ান্ত করেছেন জাতীয় পার্টি। এতে চাঁদপুর জেলার ৫টি আসনের প্রার্থীর নামও ঘোষণা করা হয়।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৮৯ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
চূড়ান্ত তালিকায় চাঁদপুর-১ (কচুয়া) আসনে একে এম শহীদুল ইসলাম, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে এমরান হোসেন মিয়া, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে অ্যাডভোকেট মহসীন খান, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সাজ্জাদ রশিদ সুমন ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে মো. ওমর ফারুক মনোনীত হন।
মনোনীত ৫টি আসনের মধ্যে একে এম শহীদুল ইসলাম হলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, এমরান হোসেন মিয়া হচ্ছেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য, অ্যাডভোকেট মহসীন খান চাঁদপুর জেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক, সাজ্জাদ রশিদ সুমন জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও মো. ওমর ফারুক জাতীয় মৎস্যজীবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য।
জেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অ্যডভোকেট মহসীন খান জানান, ২০১৮ সালের একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কিন্তু আমাকে দেয়া হয়নি। বাকী ৪টি আসনে দেয়া হয়। পরবর্তীতে এসব আসনগুলোতে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের সমঝোতা হয়।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.