দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোয়নপত্র দাখিল করেছেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল হাসানের কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
এর আগে এদিন সকালে বীরমুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম এবং সহকারী রিটার্নিং অফিসার ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ন রশিদের কাছে মনোনয়নপত্রের অনুলিপি জমা দেন গাজী মাঈনুদ্দিন।
মনোনয়নপত্র দাখিলের আগে হাজীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন গাজী মাঈনুদ্দিন। এসময় আরো বক্তব্য দেন, বীরমুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান খাঁন ও মো. খোরশেদ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সফিকুল ইসলাম মীর ও আওয়ামী লীগ নেতা ইয়াছিন আরাফাত প্রমুখ।
মনোনয়ন দাখিলের সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, জেলা পরিষদের সদস্য মো. বিল্লাল হোসেন ও ফেরদৌসি আক্তার, আওয়ামী লীগ নেতা দীলিপ কুমার সাহা, কাজী আনোয়ারুল হক, আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, শাহজামাল, আবু তাহের, হায়দার পারভেজ সুজন অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান মিলন, শুকুর আলম শুভ, আবু ইউছুফ গাজী মোহনসহ বীরমুক্তিযোদ্ধাগণ, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.