মনিরুল ইসলাম মনির:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আওয়ামী লীগ একটি প্রাচীন এবং বৃহত্তম দল। এই দল থেকে নৌকার প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করেছেন। তবে আমি প্রার্থী হয়েছি এটি বড় কথা নয়, আমাদের নেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা। তাই নেত্রীকে আবারো প্রধানমন্ত্রী করতে ঐক্যবদ্ধভাবে নৌকাকে জয়ী করতে হবে। এর কোনো বিকল্প নেই।
ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন মো. আরিফ উল্যাহ সরকারের সভাপতিত্বে ছেংগারচর পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান মোল্লার সঞ্চালনায় স্বরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মায়া চৌধুরীর ছোট ছেলে এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য শিল্পপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি ও প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর জ্যেষ্ঠ পুত্র আশফাক হোসেন চৌধুরী মাহি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (এসি মিজান), মতলব উত্তর উপজেলার প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিয়া মো. জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির খান, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ গাজী মুক্তার হোসেন, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ রুহুল আমিন মোল্লা, সাবেক কমিশনার ও আওয়ামী লীগ নেতা খোকন প্রধান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক চাঁন মিয়া বেপারী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, পৌর কৃষক লীগ নেতা আব্দুল কাদির প্রধান, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিল্লাতুনেছা মিলি, সাধারণ সম্পাদক শিউলী বেগম প্রমুখ। অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.