প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৩, ৯:০৩ অপরাহ্ণ
মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান-মেজর রফিক
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৮ ডিসেম্বর’৭১ হাজীগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের আয়োজনে শুক্রবার আনন্দ র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থল গিয়ে শেষ হয়।
উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. আবু তাহেরের সভাপতিত্বে হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব বৃট্রিশ ও গীতা থেকে পাঠ করেন, বীরমুক্তিযোদ্ধা রতন লাল চক্রবর্তী।
সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য দেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, মুক্তিযুদ্ধ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব সৈয়দ আহম্মদ মজুমদার।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো. মফিজুল ইসলাম বুলবুলের উপস্থাপনায় বক্তব্য দেন, বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বতু, মুক্তিযোদ্ধার সন্তান নাজমুল আহসান নয়ন, রবিউল আউয়াল বিপ্লব প্রমুখ। এসময় মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com,
মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.