চাঁদপুরের ৮ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৫১ হাজার ২৮৮ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে জাতীয় ভিটামিন এই প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানানো হয়।
এতে বক্তব্য দেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহাদাৎ হোসেন। তিনি বলেন, জেলায় গত রাউন্ডে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ছিল ৩৮৩৬৬জন। ভিটামিন এ প্রাপ্ত শিশুর সংখ্যা ৩৭৯৮২জন। অর্জনের হার ৯৯.০৭ ভাগ। এছাড়া গত রাউন্ডে ১২-৫৯ বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ছিল ৩১২৯৪১জন। ভিটামিন এ প্রাপ্ত শিশুর সংখ্যা ৩০৯৭৪৩জন। অর্জনের হার ৯৮.৯৭ভাগ।
তিনি আরো বলেন, আগামীকাল ১২ ডিসেম্বর জেলার ৮ উপজেলার ২হাজার ৩৩২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় চাঁদপুর চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহ, সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, গিয়াস উদ্দিন মিলন, মির্জা জাকির, সিনিয়র সহ সভাপতি রহিম বাদশা, আলম পলাশ, সাবেক সহ-সভাপতি আবদুর রহমান উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.