চাঁদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দেশাত্মবোধক ও লোকসংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেল শিল্পকলা একাডেমিতে জেলার প্রায় অর্ধশতাধিক শিল্পীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় জেলা কালচারাল অফিসার দিতি সাহার সার্বিক তত্ত্বাবধানে বিচারকের দায়িত্ব পালন করেন শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য রূপালী চম্পক, সঙ্গীত প্রশিক্ষক ইতু চক্রববর্তী, মৃনাল সরকার, অনিতা কর্মকার, তবল প্রশিক্ষক নুপুর ও সিজার।
এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় দেশাত্মবোধক ও লোকসংগীতে পঞ্চম থেকে মাস্টার্স পর্যন্ত তিন গ্রুপে বিভক্ত করা হয়। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.