প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৩, ৫:২৮ অপরাহ্ণ
হাজীগঞ্জে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের মনিটরিং
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
চাঁদপুরের হাজীগঞ্জে পেঁয়াজের বাজার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে হাজীগঞ্জ বাজরস্থ হলুদ পট্টিতে মসল্লার পাইকারি আড়ৎগুলো এবং বাজারের খুচরা দোকানে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।
জানা গেছে, চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ম্যাজিষ্ট্রেটের নির্দেশনায় পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্যের উর্ধ্বগতি রোধে হাজীগঞ্জ বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পাইকারি ও খুচরা বাজারের কাঁচা ও পাকা ভাউচারসমূহ পর্যবেক্ষণ এবং যারা সঠিকভাবে ভাউচার সংরক্ষণ করেনি তাদেরকে সতর্ক করেন।
একই সঙ্গে অধিক লাভের আশায় কেউ যেন উচ্চমূল্যে পেঁয়াজ বিক্রি এবং বিধি-বহির্ভূতভাবে পেঁয়াজ মজুত না করার বিষয়ে সতর্ক করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান মানিক। মনিটারিং কার্যক্রম পরিচালনার কাজে সহযোগিতা করেন উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল আলমের নেতৃত্বে হাজীগঞ্জ থানা পুলিশ। এসময় অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com,
মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.