শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁদপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সামনে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তর।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন-জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
তিনি বলেন, আমরা অনেক দিবস পালন করি। সবগুলো দিবসেরই গুরুত্ব রয়েছে। কিন্তু শহিদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব আমাদের নিকট অনেক বেশী। যে কারণে আজকের এই আলোচনায় নতুন প্রজন্মকে আমন্ত্রণ জানিয়েছি। কারণ তাদেরকে বুদ্ধিজীবী কারা ছিলেন জানাতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাষ্টার ও প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
ডকুমেন্টারি প্রদর্শন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। সাংবাদিক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়া।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.