অনলাইন ডেস্ক:
এবার স্বতন্ত্র প্রার্থীর আপিলের পরিপ্রেক্ষিতে মনোনয়ন বাতিল হলো আওয়ামী লীগের দলীয় প্রার্থীর। স্বতন্ত্র প্রার্থীর করা আপিল আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ আসনের আওয়ামী লীগ মনোনীত আব্দুস সালাম তার প্রার্থিতা বাতিল হলো।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ চার নির্বাচন কমিশনাররা এ রায় দেন।
১৯৯৬ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিয়ে বিজয়ী হয়েছিলেন আব্দুস সালাম। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা হারালেন তিনি।
এর পূর্বে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী আব্দুস সালামের মনোনয়নপত্র বৈধ হয়েছিল। তবে তার বিরুদ্ধে আপিল করেন আসনটির বর্তমান সংসদ সদস্য ও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদ খান। আপিলে আব্দুস সালামের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ আনেন স্বতন্ত্র প্রার্থী। আর ঋণ খেলাপির কারণেই তার প্রার্থীতা বাতিল করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.