মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রায় আড়াই শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
তিনি বলেন, সরকারের নানা উদ্যোগের কারণে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে। বর্তমান স্বাধীনতার স্বপক্ষের সরকার ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদেরকে সামনে রেখে নানা আয়োজন করছে। বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করেছে।
ডিসি বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলার বীর সন্তানেরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে বলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। আজকে আমরা মহান বিজয় দিবসসহ আরো অন্যান্য দিবস পালন করতে পারছি। এর পিছনের কারিগর হলেন বীর মুক্তিযোদ্ধারা।
জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আর ডিসি) শেখ এহসান উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাষ্টার, সাবেক জেলা কমান্ডার সাহাদাৎ হোসেন সাবু পাটওয়ারী।
বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহসিন পাঠান ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ।
অনুষ্ঠানে শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরন করে নেন জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিরা।
এছাড়াও ৬ জন নতুন প্রজন্মের হাতে জাতীয় পতাকা তুলে দেন প্রবীন মুক্তিযোদ্ধারা।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.