হাজীগঞ্জে চুরি যাওয়া মালামাল ও লক্ষাধীক টাকাসহ আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চুরি যাওয়া মালামাল ও নগদ অর্থসহ এ ৪জনকে আটক করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবুদর রশিদের সহযোগিতায় নবাগত অফিসার ইনচার্জ তদন্ত মিন্টু দত্তের নেতৃত্বে এসআই নূরে আলম, নাজিম উদ্দীন, খোরশেদ ও এএসআই পলাশ সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
আটককৃতদের কাছ থেকে চোরাইকৃত একটি সিএনজি, ১৪’টি গ্যাস সিলিন্ডার বোতল, নগদ ১ লক্ষ ১৬ হাজার টাকা জব্দ করা হয়।
আটককৃতরা আন্ত:জেলা চোরচক্রের প্রধান একাধিক মামলার আসামী হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর মুন্সী বাড়ীর মো. হাবীব, বাকিলা ইউনিয়নের ফুলচোঁয়া এসা গাজী বাড়ীর মো. নাছির, দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের মিজি বাড়ীর মো. রাকিব হোসেন, বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর রায়চোঁ গ্রামের মো. চাঁন মিয়া।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাধে জানাগেছে দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে এ চোরচক্রটি চুরি করে আসছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.