আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার ১৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দের দিনে চাঁদপুর-২ আসনে ৫ প্রার্থীর প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতিক পাওয়া ৫ প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম (নৌকা), জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পাটির সভাপতি এমরান হোসেন মিয়া (লাঙ্গল), আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান সিআইপি (ঈগল), বাংলাদেশ সুপ্রিম পাটি (বিএসপি)র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহ মো. মনির হোসেন বেপারি (একতারা), সমাজতান্ত্রিক দল (জাসদ) চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক হাছান আলী শিকদার (মশাল)।
এর আগে ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চাঁদপুর-২ আসনে ৭ জন প্রার্থী তাদের দলীয় মনোনয়নপত্র দাখিল করেন। ৪ঠা ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগের মনোনীত হারিকেন প্রতীকের শাহ আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন এবং ১৭ ডিসেম্বর রবিবার জাকের পার্টির দলীয় মনোনীত গোলাপ ফুল প্রতিকের ওবায়েদ উল্লাহ মোল্লা মনোনয়ন প্রতয়াহার করেন। ফলে এই আসনে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্ধীতা করবেন। উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.