প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৩, ৩:০৬ অপরাহ্ণ
হাজীগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার ৮৮টি কেন্দ্রের ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার) প্রশিক্ষণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল হাসান।
সভায় বিশেষ অতিথি হিসাবে আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ভোটগ্রহণসহ নির্বাচনের সংক্রান্ত আলোচনা করেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রিজাইডিং অফিসারদের নির্বাচন সঠিকভাবে পরিচালনার নির্দেশনা এবং প্রিজাইডিং অফিসারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তাপস শীলের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিকের উপস্থাপনায় আলোচনা সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোছাইন ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদসহ অন্যান্য সরকারি কর্মকর্তাসহ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তারা (প্রিজাইডিং অফিসার) উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com,
মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.