চুয়াডাঙ্গার জীবননগরে চকলেটের লোভ দেখিয়ে সাত বছর বয়সি এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দোকানি শুকুর আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী শিশুর মায়ের ভাষ্য, গত রোববার আমার বোন দোকানে চকলেট কিনতে যায়। সে সময় আমার মেয়েও দোকানে যায়। দোকানির কাজ থাকায় আমার বোন আমার মেয়েকে বলে তুই দোকান থেকে চকলেট নিয়ে আয়, আমি বাড়ি গেলাম। দোকান ও আশপাশে লোকজন না থাকায় আমার মেয়েকে শুকুর আলী তার দোকানের ভিতরে ডেকে নিয়ে হাতে চকলেট দিয়ে আমার মেয়ের প্যান্ট খুলে তার স্পর্শকাতর অঙ্গ স্পর্শ করে।
পরে আরও বেশি চকলেট দেবে বলে সে আমার মেয়েকে বিবস্ত্র করে ফেলে। পরে লোকজন আসতে দেখে আমার মেয়ের হাতে আরও চকলেট দিয়ে বলে এগুলো তোর মাকে দিবি। আর এসব কথা কাউকে বলবি না। তাহলে আরও চকলেট দেব।
তিনি আরও বলেন, প্রথমে আমার মেয়ে এসব কথা বাড়িতে এসে বলেনি। পরে সন্ধ্যায় দুদিন আগে গোয়ালপাড়ায় ধর্ষণের পর গলা কেটে মেরে ফেলার ঘটনা আলোচনা করার সময় আমার মেয়ে বলে শুকুর এরকম করেছে আমার সঙ্গে। পরে আমরা থানায় লিখিত অভিযোগ করি।
জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, ঘটনার সত্যতা পাওয়ায় অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করে তাকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.