দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটারদের ভোটকেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা নারীদের প্রতি পর্দা মেনে যাকে ভালো লাগে তাকে ভোট দেওয়ার আহবান জানান।
মঙ্গলবার সকালে সাহেবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌলি মণ্ডলের সঞ্চালনায় ভোটার উদ্বুদ্ধকরণ সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার কামরুল হাসান।
প্রার্থীদের পক্ষে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (নোঙ্গর) প্রার্থী ড. মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ পিপলস পার্টির (আম) প্রার্থী আবদুল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ।
বক্তারা বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে ভোট দেওয়া আপনার অধিকার। ভোট হলো জনগণের রায়, আপনার রায় আপনাকেই দিতে হবে। রহিম উদ্দিনের কান চিলে নিয়ে যাওয়ার গল্পের মতো কানে হাত দিয়ে না দেখে চিলের পেছনে দৌড়ানো যাবে না। সচেতন হয়ে ভোটকেন্দ্রে এসে সম্পূর্ণ পর্দা মেনে যাকে ভালো লাগে আপনারা তাকে ভোট দিন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান শরিফ হোসেন খান প্রমুখ।
উল্লেখ্য, গত অর্ধশতাব্দিকাল ধরে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা ভোট প্রদান করেন না। প্রশাসনের পক্ষে গত কয়েকটি নির্বাচনে নারীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করলেও হাতেগোনা কিছু নারী ভোট প্রদান করেছেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.