হাজীগঞ্জে বেড়েছে গরু চুরি। ইতিমধ্যে পুলিশ একটি চুরির ঘটনায় গরুসহ ৩ চোরকে আটক করেছে। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক জায়েদ ভূঁইয়া অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে চোরাইকৃত দু’টি গরু উদ্ধার করা হয়।
আটক চোরচক্রের সদস্যরা হলো হাজীগঞ্জ পৌরসভার বলাখাল পূর্ব পাড়া জমাদ্দার বাড়ীর আবদুল কাদির (৩২), চাঁদপুর সদর উপজেলার মধ্য শ্রীরামদী এলাকার লিটন ওরফে হোমিও লিটন (৪০) ও একই উপজেলার বলিয়া এলাকার শফিকুর রহমান ওরফে রিপন মাল (৪০)।
অপর দিকে মঙ্গলবার দিবাগত রাতে টোরাগড় মজুমদার বাড়ী থেকে এক দিনমজুরের ৩ লক্ষাধীক টাকা মূল্যের ২টি গরু চুরি হয়েছে। বুধবার বিকেলে সেখানে গেলে দিন মজুর কান্নায় ভেঙ্গে পড়ে। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
উপ-পরিদর্শক জায়েদ ভূঁইয়া জানান, চাঁদপুর সদর উপজেলার বলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩ চোরকে সঙ্গে নিয়ে দুই গরু উদ্ধার করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ জানান, আটককৃত ৩ গরু চোর তারা খুবই দুর্ধর্ষ আন্তঃগরু চোর চক্রের সদস্য। দীর্ঘদিন যাবত গরু চোরচক্রের সাথে জড়িত। গরু চুরিই তাদের পেশা।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত গুরুগুলো মামলার বাদী হাজীগঞ্জ পৌরসভার বলাখাল সুবিদপুর হাজী বাড়ীর পারুল বেগমের। গরুগুলো উদ্ধার করে তার কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক গরু চোরদের চুরির মামলায় চাঁদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.