নুরুল ইসলাম ফরহাদ :
ব্রীজের মালামাল চুরি করে পালিয়ে যাওয়ার পথে জনতার সহযোগিতায় তিন চোরকে আটক করে টহল পুলিশ। ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুরে ব্রিজের চলমান কাজের মালামাল চুরির ঘটনায় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ১৩ জানুয়ারি ই.এ.এম হোল্ডিং লি. এর ইঞ্জিনিয়ার পার্সেস হেড অব ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৪।
মামলার প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, ইসলামপুর টু চান্দ্রা সংযোগ ব্রীজের কাজ চলমান রয়েছে। প্রতিদিনের মতো সেদিনও কাজ শেষে বিভিন্ন মালামাল নির্মানাধীন ব্রীজের পাশে রেখে শ্রমিকরা ঘুমাতে যায়। রাত আনুমানিক ১টার দিকে লোকজনের ডাক চিৎকারে ঘুম থেকে জেগে উঠে শ্রমিকরা। এসময় তারা দেখে একদল চোর মালামাল ট্রাকে করে নিয়ে যাচ্ছে। এলাকার লোকজন এবং শ্রমিকরা চোরকে তাড়া করে।
স্থানীয়দের কেউ এসময় ফরিদগঞ্জ থানায় কল করে। স্থানীয়দের সাথে টহল পুলিশও চোরের টিমকে ধাওয়া করে। এক পর্যায়ে প্রায় ১ কিলোমিটার দূরে গিয়ে ২নং বালিথুবা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বেড়ীবাধ টু বালিথুবা রাস্তার উপর পুরাতন মিজি বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে আটক করে। টহল পুলিশের নেতৃত্ব দেন এস আই ইসমাইল।
এসময় মনির হোসেন (৪০), মো. মিন্টু মিয়া গাজী(৪৩) ও চালক মো. রাজু মিয়াকে (২৭) মালামালসহ আটক করে থানায় নিয়ে আসে। বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান এলাকাবাসী।
এ বিষয়ে মামলার বাদী ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের বলেন- ‘রাতের অন্ধকারে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন একদল চোর চক্র আমাদের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় লোকজন দেখে ফেলে। এর আগেও আমাদের প্রচুর মালামাল চুরি হয়েছে এখান থেকে।
এঘটনায় আমি বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছি।’ তিনি আরো বলেন, ‘এর আগেও (২০২০ সালে) আমাদের বেশ কিছু মালামাল চুরি হয়েছে। বিশেষ করে রড, সিমেন্ট, এ্যাংগেল, বিভিন্ন সাইজের লোহার পাইপ, জয়েস্ট, বক্্র পাইপ, প্লেইন সিট, জেনারেটর, ভাইব্রেটরসহ আরো বেশ কিছু যন্ত্রপাতি। গত শনিবার চুরি হয়েছে ৮০ কেজি ওজনের বড় লোহার পাইপ, যার আনুমানিক মূল্য ১০,৮০০ টাকা। লোহার রড ও এ্যাঙ্গেল আনুমানিক মূল্য ৫,০০০ টাকা।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি তদন্ত প্রদীপ মন্ডল জানান, ব্রিজের মালামাল ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশ এবং সাধারণ জনগণ তাদের ধাওয়া করে আটক করে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। ইতিমধ্যে তিনজন আটকও হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.