সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রেমিকের সাথে সাত পাকে ঘর বাঁধলেন জেসিন্ডা আর্ডার্ন। এর পূর্বে ২০১৯ সালের মে মাসে বাগদান সেরেছিলেন ৪৩ বছর বয়সি জেসিন্ডা আর্ডার্ন এবং ৪৭ বছরের গেফোর্ড। কথা ছিল ২০২২ সালের প্রথম দিকে বিয়ে সেরে ফেলবেন তারা। কিন্তু করোনা মহামারি ঠেকাতে ‘গো হার্ড, গো আর্লি’ নীতি গ্রহণ করেছিল নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের সরকার। এ কারণে দেশটিতে করোনায় ভাইরাসজনিত মৃত্যুর হার অনেক কম ছিল। যাই হোক, ওই নীতির কারণে বিয়ের অনুষ্ঠানটি বাতিল করেন তারা। অবশেষে সেই কাজ সেরে ফেললেন জেসিন্ডা ও গেফোর্ড।
২০১৭ থেকে গত বছরের জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে বামপন্থী রাজনীতি এবং নেতৃত্ব প্রদান করে বিশ্বব্যাপী আইকনে পরিণত হন জেসিন্ডা। এমনকি জাতিসংঘের সাধারণ সভায় নিজের একরত্তি মেয়েকে নিয়ে অংশ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরের শিরোনামে উঠে এসেছিলেন।
আরব নিউজ জানিয়েছে, রাজধানী ওয়েলিংটন থেকে প্রায় ৩১০ কিলোমিটার উত্তরে নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পূর্ব উপকূলে ক্র্যাগি রেঞ্জ ওয়াইনারিতে হকের বে-তে বিয়ের আসর বসেছিল। আর্ডার্নের একজন মুখপাত্র ই-মেইলের মাধ্যমে এখবর জানিয়েছেন। অফিসিয়াল ফটোতে দেখা গেছে, বিয়ের দিন আর্ডার্ন একটি সাদা হল্টার নেক ড্রেস পরেছিলেন। যেখানে গেফোর্ড একটি কালো স্যুট পরেছিলেন।
পার্লামেন্টে তার শেষ বক্তৃতায়, আর্ডার্ন নিউজিল্যান্ডের টেলিভিশন উপস্থাপক গেফোর্ডকে বলেছিলেন, ‘চলো এবার আমরা বিয়ে করি।’ এই দম্পতির মেয়ে নেভের বয়স এখন পাঁচ বছর।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.