প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২৪, ৫:০৬ অপরাহ্ণ
হাজীগঞ্জে দুই দিনব্যাপী ৪৫তম বিজ্ঞান মেলার উদ্বোধন
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
'বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি ' এই প্রতিপাদ্যে চাঁদপুরের হাজীগঞ্জে দুই দিনব্যাপী (২৯-৩০ জানুয়ারি) ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড, ৮ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৯ জানুয়ারি) হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচন এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম। বক্তব্য শেষে মেলার ৩৪টি স্টল ও শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা পরির্দশন করেন অতিথিবৃন্দ।
সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. জাকির হোসেনসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, কাঁকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহেল, প্রধান শিক্ষকদের মধ্যে আব্দুল হক, জয়নাল আবেদীন টিটু, ইকবাল হোসেনসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com,
মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.