ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়াঃ
কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ৫টি রোগনির্ণয়কেন্দ্র (ডায়াগনস্টিক) সেন্টারকে সরকারি নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র (লাইসেন্স) ও ল্যাব টেকনিশিয়ান না থাকায় এইসব রোগনির্ণয়কেন্দ্রে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হাসান, সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন কুমার দাসকে সঙ্গে নিয়ে এইসব রোগনির্ণয়কেন্দ্রে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানে সিটিপ্যাথ ডিজিটাল সেন্টার ১০ হাজার টাকা, মনোয়াারা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ১০ হাজার টাকা, আব্দুল হাই ডিজিটাল মেডিকেল সেন্টার ১০ হাজার টাকা, মহিউদ্দিন ডিজিটাল মেডিকেল সেন্টার ১০ হাজার টাকা ও সান মেডিকেল সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকা মোঃ ইকবাল হাসান বলেন, ৫টি রোগনির্ণয়কেন্দ্র (ডায়াগনস্টিক) সেন্টারকে সরকারি নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র (লাইসেন্স) ও ল্যাব টেকনিশিয়ান না থাকায় এইসব রোগনির্ণয়কেন্দ্রে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
আগামী ১ মাসের মধ্যে লাইসেন্স নবায়ণ না করলে বন্ধ করে দেওয়া হবে এইসব ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। আমাদের এই অভিযান অব্যাহত থাকবো।
কচুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই ) মোঃ এনামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আহসান উল্লাহ্ তালুকদার ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.