অনলাইন নিউজ ডেস্ক :
দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় আজ বুধবার সকালে উত্তর জিওলা প্রদেশের গুনসানের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ মাধ্যম ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে। তবে পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। পরে তাঁকে উদ্ধার করা হয়।
ইয়োনহাপ জানায়, যুদ্ধবিমানটি পানিতে বিধ্বস্ত হয়েছে এবং উদ্ধার করা পাইলট নিরাপদে আছেন। দক্ষিণ কোরিয়ায় থাকা মার্কিন বাহিনী এএফপিকে জানায়, ইয়োনহাপের তথ্য ‘ভুল নয়’। শিগগিরই তারা ঘটনার বিস্তারিত জানাবে।
গুনসানের পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল খতিয়ে দেখছে। এর আগে গত ডিসেম্বরে দেশটিতে প্রশিক্ষণের সময় একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তখনো পাইলটকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছিল। গত বছরের মে মাসে আরেকটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ার সিউলে একটি কৃষিজমিতে আছড়ে পড়েছিল। সে ঘটনায়ও পাইলট বেঁচে যান।
দক্ষিণ করিয়া ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ মিত্র। উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। দক্ষিণ কোরিয়ার নিরাপত্তায় সহায়তা দিতে দেশটিতে ২৮ হাজার ৫০০ সেনা মোতায়ন করেছে যুক্তরাষ্ট্র।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.