মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে হাজীগঞ্জে ৩ দিনব্যাপী বই মেলার দ্বিতীয় দিন জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
হাজীগঞ্জ ফোরামের আয়োজনে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বিকালে ফুড লাভারস পার্টি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বই মেলা বইয়ের মেলা নয়, সমাজের জানালা। বই পড়লে জ্ঞান বৃদ্ধি পায়। বই হলো সমাজের আয়না।
প্রধান অতিথি বলেন, বইয়ের বিকল্প পৃথিবীতে কিছুই নেই। আপনার সন্তানকে বেশী বেশী বই পড়তে দিবেন। তাহলে মোবাইল মূখী থেকে ফিরে শিশুরা বই মূখী হবে।
হাজীগঞ্জ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য শেষে তিনি অতিথিদের নিয়ে মেলার স্টল পরিদর্শন করেন।
ফোরামের সদস্য জাহিদ হাসানের উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাসান মানিক, চাঁদপুরকণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. জাকির হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালাল, উপজেলা সমবায় কর্মকর্তা মো. গোলামুর রহমান শামীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমদে, উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল গণি, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুনির্মল দেউরি প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ফোরামের সহ-সভাপতি যুগল কৃষ্ণ হালদার, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক এস.এম চিশতী, সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও মেলা উদযাপন কমিটির আহবায়ক মহিউদ্দিন আল আজাদ প্রমুখ।
উল্লেখ্য, আজ ২১ ফেব্রুয়ারী গুনীজনদের সম্মানা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ মেলা।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.