চাঁদপুরের ফরিদগঞ্জ একের পর লাগছে আগুন। এতে দিশেহারা হয়ে পড়ছে এলাকার লোকজন। উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর বাজারে গত ৪৮ ঘণ্টায় অন্তত ৬টি অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাজার ব্যবসায়ী ও এলাকার লোকজনের মাঝে। বাজার ব্যবসায়ীরা দ্রুত সভা করে রাত্রিকালীন পাহারার ব্যবস্থা করেছে।
স্থানীয়রা জানান, সোমবার, রোববার এবং শনিবার রাতে বিরামপুর বাজারের লোকমান পাটওয়ারীর বৈশাখী রেস্টুরেন্ট, বাচ্চু মিয়া তপাদারের পোলট্রি খামার ও দোকান, মো. সবুজের সুমাইয়া ইলেকট্রনিক্স এবং চন্দনের ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া সোমবার ওই ইউনিয়নের বাজারের আশপাশের দুটি বাড়ির খড়ের গাদায় ও লাকড়ির ঘরে আগুনের ঘটনা ঘটে।
এর আগে সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচনের পর একই এলাকার (রবি) মোবাইল টাওয়ারের বিল্ডিংয়ের কলাপসিবল গেটের কাছে বাচ্চু বাবুর্চির একটি বাইকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
স্থানীয় ব্যবসায়ী সুমন আহমেদ জানান, আগুনের ঘটনাটি রহস্যজনক। এক রাতে অন্তত ৩শ মিটার দূরের দুটি প্রতিষ্ঠানে কিভাবে আগুন লাগল। হোটেলটির পেছন দিক থেকে আগুন লেগেছে। একই বাজারে আগের দিন একটি ফার্নিচারের দোকান পুড়ে যায়। এছাড়া কিছুদিন পূর্বে একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি ও ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাজী মিজানুর রহমান বলেন, প্রতিটি ঘটনায় আমি ফোন করে ফায়ার সার্ভিস ও থানাকে অবহিত করেছি। মঙ্গলবার আমরা ব্যবসায়ী ও এলাকাবাসী বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি, ক্রমাগত অগ্নিসংযোগের এবং এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসক (চাঁদপুর) মহোদয়ের বরাবরে লিখিত অভিযোগ করবো। একইসঙ্গে রাত্রিকালীন পাহারার ব্যবস্থা করা হচ্ছে।
ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, আমার কাছে গত ৩-৪ দিনে অন্তত ১০টি অগ্নিসংযোগের ঘটনার সংবাদ রয়েছে। যখনই সংবাদ পেয়েছি দ্রুততার সঙ্গে অফিসার পাঠিয়ে ঘটনাস্থল তদন্ত করেছি। এ পর্যন্ত একটিও লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে কার্যকরী পদক্ষেপ নেব।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.