জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধাা নিবেদন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচারসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে ৭ মার্চ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলাস্থ “মৃত্যুঞ্জয়ী মুজিব” চত্ত্বরে প্রথমেই জাতির জনকের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম’র পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিমউদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা নির্বাহী অফিসার তাপস শীলের নেতৃত্বে উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ আবদুর রশিদের নেতৃত্বে হাজীগঞ্জ থানার পুলিশ বাহিনী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. গোলাম মওলা নঈমের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সসহ কর্মকর্তাবৃন্দ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন।
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাস সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খান, উপজেলা শিক্ষা অফিসার আবু ছাঈদ চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু তাহের।
উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলি জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে কবিতা আবৃতি, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.