মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ
শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদা ঐতিহাসিক ৭ ই মার্চ পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে পুষ্পস্তবক অর্পণ শেষে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রশাসনের পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী,মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মেজর অব রফিকুল ইসলাম বীর উত্তম এমপি,শাহরাস্তি পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত।
৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ, রচনা প্রতিযোগিতা, চলচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,উপজেলা পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, উপজেলা অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাসির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি শাহজাহান পাটোয়ারী, মুক্তিযোদ্ধা মহাসিন পাটোয়ারী, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, কৃষি কর্মকর্তা ও কৃষি বিদ আয়েশা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শামসুল আমিন, সমবায় কর্মকর্তা মোঃ মোতালেব খান, মৎস কর্মকর্তা তৌসিব উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার।
কোরআন তেলাওয়াত করেন মুজিবুর রহমান, দিবসের তাৎপর্য আলোকে বক্তব্য দেন নিজমেহের মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পুষ্পিতা পাল।
এছাড়া জনপ্রতিনিধিদের মধ্যে টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, মেহের দক্ষিন ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, রায়শ্রী দক্ষিণ ইউপির চেয়ারম্যান ডাক্তার মোঃ আব্দুর রাজ্জাক, রায়শ্রী উত্তর ইউপির চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মশুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ,শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.