পবিত্র মাহে রমজান উপলক্ষে হাজীগঞ্জ বাজারে আসা ক্রেতা ও পথচারীদের স্বস্তি দিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে ফুটপাত দখলমুক্তকরণে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় ১৬টি মামলায় নগদ ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জানা গেছে, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত হাজীগঞ্জ বাজারে যানজট লেগেই থাকে। আর পবিত্র মাহে রমজান মাস, ঈদুল ফিতর ও ঈদুল আযহা এলেই এ যানজট তীব্র আকার ধারন করে। বিশেষ করে রমজান মাসের এক সপ্তাহ আগ থেকে বাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই যানজট থেকে বাজারে আসা ক্রেতা ও পথচারীদের স্বস্তি দিয়ে বাজারের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তকরনের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।
হাজীগঞ্জ থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সহযোগীতায় মঙ্গলবার অভিযানে ফুটপাত দখলে রাখায় বাজারের ১৬ জন ব্যবসায়ীকে ১৬টি মামলায় পৃথকভাবে নগদ ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। এসময় ফুটপাত দখলে রাখা ব্যবসায়ীদের সর্তক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু কুমার দত্ত মিঠু ও ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. বুরহান উদ্দিন সেলিমসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.