চাঁদপুর প্রেসক্লাব কার্যালয় পরিদর্শন করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এমপি। গত ১ মার্চ বিকালে চাঁদপুর প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যকরী কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে তাঁরা প্রেসক্লাবে আসেন। অনুষ্ঠানের পর সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এমপিসহ অতিথিরা চা-চক্রে বসেন।
এসময় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অণুজীববিজ্ঞানী ড. সেঁজুতি সাহা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার, ৬বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও সাংবাদিক কবির বকুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, দৈনিক যুগান্তরের যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন সরকার, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মানোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতসহ অনুষ্ঠানে আমন্ত্রিত সুধীজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ চাঁদপুর প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম ও ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অতিথিদের স্বাগত জানান প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন।
এসময় মন্ত্রীসহ অন্য অতিথিরা প্রেসক্লাব কার্যালয়ের সাজসজ্জার প্রশংসা ও নানা বিষয়ে কথা বলেন। এর আগে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান প্রেসক্লাব কার্যালয়ের জন্য ১ সেট সবুজ রঙের সোফা প্রদান করেন।
উল্লেখ্য, চাঁদপুর প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে। সেই থেকে নানা চড়াই-উৎরাই পেরিয়ে চাঁদপুর জেলার সাংবাদিকদের শীর্ষ সংগঠন চাঁদপুর প্রেসক্লাব পার করেছে ৫৪ বছর। অনেক আনন্দ-বেদনার মধ্য দিয়ে প্রেসক্লাব পরিণত হয়েছে একটি পরিবারে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.