মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়াঃ
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় দিবস ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে, শাহারাস্তিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বুধবার দুপুরে প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, শাহারাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন।
বক্তব্য দেন, ডাক্তার আফতাবুল আলম হিরো, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফুর রহমান ভূঁইয়া, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তৌসিব উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামসুল আমিন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান মেহের উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বাবু সনজিৎ কুমার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাসুদ রানা,,উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ মাহফুজ।
এ সময় উপস্থিথ ছিলেন, উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণচন্দ্র দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ সহ অন্যান্য অফিসার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন। । প্রস্তুতিমূলক সভা শেষে পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণে ও সহনীয় রাখতে উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এইটি অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.