হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বালুর মাঠে অনুষ্ঠিত মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাসব্যাপী শিল্প ও কুটির মেলা গত বুধবার (১৩ মার্চ) থেকেই বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান মেলার আয়োজক কমিটির প্রধান চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বি।
বৃহস্পতিবার রাতে মেলা মাঠে সাংবাদিকদের তিনি এ বিষয়টি জানান।
মেহেদি হাছান রাব্বি বলেন, মেলার বন্ধের তারিখের ১ দিন পূর্বেেই মেলার বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপরে আমি আমার ব্যক্তিগত পেইজবুক ও বিভিন্ন পোর্টালের পেইজবুকে বিষয়টি স্ট্যাটাসের মাধ্যমে ঘোষণা করেছি। এর পরেও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন করে ব্যবসায়ীদের উস্কে দিচ্ছে।
তিনি বলেন, চাঁদপুর জেলার ব্যবসায়ীক প্রাণ কেন্দ্র হাজীগঞ্জ। এখানে ব্যবসায়ীদের ভালোমন্দ আমরা বুঝি। আমি নিজেও হাজীগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী। ব্যবসায়ী হিসেবে আমি বিবেচনা করলাম রমজান মাস মেলা চলতে পারেনা। তাই মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীক কেন্দ্র হলো এখানো কোন বিনোদন কেন্দ্র নেই তাই মেলার আয়োজন করা হয়েছে। সবাই যেনো তাদের স্ত্রী সন্তান নিয়ে বিনোদন করতে পারে।
মেহেদি হাছান রাব্বি বলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি ব্যবসায়ীদের কোন কাজে আসেনা। আজ একজন ক্ষুদ্র ব্যবসায়ীর শুধু চলেট বিক্রয়ের কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার ১০ লক্ষ টাকা জরিমানা করেছে। এতে ব্যবসায়ীরা হতাশ। তারা ব্যবসায়ী সমিতির উপর ক্ষুব্দ।
জনাব রাব্বি বলেন, আমাদের মেলা বন্ধ বন্ধই থাকবে। এখানে আবার নতুন করে কোন কিছু করার পরিকল্পনা নেই। যারা ব্যবসায়ীদের ভূল বুঝিয়ে সংবাদ সম্মেলনে ডেকেছে তারা ব্যবসায়ীদের প্রতিনিধি হতে পারেনা।
এ সময় তিনি মেলার মাঠ পরিদর্শন করে সংবাদকর্মীদের দেখান। মেলার মাঠে দেখা যায় অনেক দোকান গুটিয়ে চলে গেছে। কোন কোন দোকানের মালামাল গোছানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.