মোহাম্মদ হাবিবুর রহমান ভাইয়াঃ
শাহরাস্তিতে বিভিন্ন ফলের আড়তে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭০হাজার টাকা জরিমান করা হয়েছে। ১৪ মার্চ বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন হাট বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে শাহরাস্তির বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাত।
এ সময় দুইটি তরমুজের আড়ত এবং দুইটি ফলের আড়তের কৃষি বিপণন লাইসেন্স, পাকা রশিদ, মূল্য তালিকা, বিক্রয় রশিদ ইত্যাদি যাচাই করে দেখা হয়। মূল্যতালিকা প্রদর্শন না করায়, কৃষি বিপণন লাইসেন্স না থাকায়, পাকা রশিদ দেখাতে না পারায়, বিক্রয় রশিদের কার্বন কপি না থাকায় ইত্যাদি অসঙ্গতি পাওয়ায় ঠাকুরবাজারের একটি তরমুজ আড়তে ১০ হাজার টাকা, দোয়াভাঙ্গার মদিনা এন্টারপ্রাইজ ফলের আড়তে ৩০ হাজার টাকা, কালিয়াপাড়ার ভোলা চরফ্যাশন বাণিজ্যলায় তরমুজ আড়তে ২০ হাজার টাকা এবং ভাই ভাই ফল ভান্ডার তরমুজ আড়তে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.