হাজীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে ৩১ বার তোপধ্বনি এবং মৃত্যুঞ্জয়ী মুজিব পাদদেশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল বীরউত্তমের পক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল পঙ্কজ কুমার দে ও অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের নেতৃত্বে সকল কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুকের নেতৃত্বে উপজেলা পরিষদ, হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আজহার আলম বেপারীর নেতৃত্বে পৌরসভা, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দীনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, সাব-রেজিস্ট্রার, হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আজহার আলম বেপারী, কাউন্সিলর শাহআলম, সোহাগ আহমেদ মাইনু, ইকবাল মজুমদারের নেতৃত্বে পৌর আওয়ামী লীগ, পল্লী বিদ্যুৎ সমিতি-১, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ, রোটারী ক্লাব অব. হাজীগঞ্জসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
বেলা ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলণ কুচকাওয়াজ, ডিসপ্লে, পুরস্কার বিতরণ এবং স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তাহের ও মজিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌঃ মোঃ জাকির হোসেন ও সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার নির্বাহী সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় কুচকাওয়াজ, ডিসপ্লের পুরস্কার বিতরণ এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, মো. মজিবুর রহমান, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু ছাঈদ, বলাখাল জেএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খোদেজা বেগম, বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.