মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জের সদর ইউনিয়নের সুহিলপুর উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে পুস্পস্তবক অর্পন করে শহীদ প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন টিটুর নেতৃত্বে এ দিন সকালে স্কুল ক্যাম্পাসের শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। এরপর স্কুলের হলরুমে সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক নাজমুন নাহারের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সহকারী প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন তালুকদার, সিনিয়র শিক্ষক উত্তম কুমার দেবনাথ, রহিমা আক্তার, মাজেদা খাতুন, মো. ইসমাইল হোসেন, ফারহানা আক্তার, সুমন, তাপস, আব্দুল হালিম, মো. শরিফ হোসেন, মো. জাহিদ হাসান প্রমুখ।
বক্তব্য শেষে মহান স্বাধীনতা সংগ্রাম ও ৭৫’র ১৫ আগষ্ট নিহত সকল শহীদের মাগফেরাত, জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্থতা এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন, মো. ফরহাদ হোসেন ভূঁইয়া। বক্তব্য শেষে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও গীতা পাঠ শেষে উপস্থিতির সমবেত কন্ঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে কবিতা আবৃত্তি, একক গান ও সমবেত কন্ঠে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। এসময় স্কুলের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.