মাদকাসক্ত ছেলেকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর পূর্বপাড়া গ্রামে নির্মম এ ঘটনাটি ঘটেছে।
নিহত ছেলের নাম কাউছার বাঘমার (২৩)। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর পূর্ব পাড়া এলাকার আব্দুর রশিদ বাগমারের (৬৮) ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাউসার বাগমারা প্রায় বছর খানেক আগে সৌদি আরব থেকে দেশে ফিরে। এরপর থেকেই সে মাদকাসক্ত হয়ে পড়ে। বিভিন্ন সময় মাদকের টাকার জন্য বাড়িতে ভাংচুর ও বাবা-মাকে অত্যাচার ও নির্যাতন করতো। এতে অতিষ্ঠ হয়ে বুধবার ভোরে ঘুমন্ত অবস্থায় কাউসারকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে তার বাবা রশিদ বাগমারা। রশিদ বাগমারের তিন ছেলে ও এক মেয়ে। এরমধ্যে কাউসার ছোট ছেলে।বড় ছেলে সিঙ্গাপুর ফেরত।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাতাব উদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্ত রশিদ বাগমারকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। মাদকের টাকা না দেওয়ায় বিভিন্ন সময় কাউসার বাবাকে মারধর করত। মাদকের টাকার জন্য নিজের কেনা মোটরসাইকেলটি ও বিক্রি করে দিয়েছে কাউসার। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.