রোটারী ক্লাব অব আদর্শ হাজীগঞ্জ’র উদ্যোগে সেন্দ্রায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে রোটারী ক্লাব অব আদর্শ হাজীগঞ্জ’র সাটার প্রেসিডেন্ট রোটা. কাজী আবদুর রহমান, প্রেসিডেন্ট রোটা. জয়দেব পাল, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. মোহাম্মদ আলমগীর হোসেন ফরাজী, সেক্রেটারি রোটা. কাজী কাউসার সহ নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রোটা. আব্দুল কাইয়ুম, রোটা. কবির মজুমদার, রোটা. শাহাবুদ্দিন, রোটা. সুজন মজুমদার, রোটা. আনিসুর রহমান, রোটা. আহম্মদ উল্ল্যা টিপু প্রমূখ।
উল্লেখ্য, রবিবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে ওই বাড়ির জাকির হোসেনের রান্না ঘর থেকে আগুনে সূত্রপাত হয়। তাৎখনিক আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুনে ওই বাড়ির হানিফ শেখ, শাহাদাত শেখ, রব শেখ, কালু শেখ, জাকির শেখ, সাত্তার শেখ, সাদ্দাম শেখ ও জসিম শেখের বসতঘরসহ ছোট-বড় ১১ টি ঘরসহ ঘরে থাকা আসবাবপত্র, তৈজসপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত রুমা আক্তার জানান, তিনি ইফতার সামগ্রী রান্না করছিলেন। এমন সময় জাকিরের ঘরের মিটার ঠাস (বিকট শব্দ) করে বাস্ট হয়ে আগুন ধরে যায়। তখন বাড়ির সবাই পানি দিয়ে আগুন নিভানের চেষ্টা করেছে, কিন্তু লাভ হয়নি। ১০ মিনিটের মধ্যে পুরো বাড়িতে আগুন ধরে যায়।
ক্ষতিগ্রস্ত পারভীন বেগম ও আব্দুর রব বলেন, কারেন্টে (বিদ্যুৎ) আগুন লেগেছে। মূহুত্বেই এক এক করে সবঘরে আগুন ধরে। আমরা জান (জীবন) নিয়ে ঘর থেকে বের হয়েছি। কিছুই রক্ষা করতে পারিনি। এ সময় পারভীন বেগমসহ ক্ষতিগ্রস্ত অন্যান্য পরিবারের সদস্যদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে। বিষয়টি মানবিক দিক বিবেচনা করে রোটারী ক্লাব অব আদর্শ হাজীগঞ্জ’র উদ্যোগে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.