সারাদেশের ন্যায় চাঁপুরের হাজীগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় আনন্দঘনো পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদের ৩টি জামায়াত অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি জামায়াতে মুসল্লিদের উপচেপড়া ভীড় লক্ষকরা গেছে। এক মাস সিয়াম সাধনার পর ঈদের দিন মসজিদে মসজিদে মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতরের জামায়াত আদায় করে মোনাজাতে আল্লাহর সানিধ্য লাভের জন্য মোনাজাত করেন।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামায়ত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন পেশ ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ।
দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। ইমামতি করেন মাওলানা হাফেজ আনাস এবং শেষ জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ১০টায় ইমামতি করেন হাফেজ মালানা এমদাদুল হক।
হাজীগঞ্জের আলীগঞ্জ হযরত মাদ্দাখাহ মসজিদ ও মাজার শরীফে ঈদের একমাত্র জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.