নুরুল ইসলাম ফরহাদ :
মাদকমুক্ত সমাজ গড়তে এবং নিয়মিত কার্যক্রমকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ফরিদগঞ্জ ফুটবল একাডেমির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। আজ ১১ এপ্রিল শুক্রবার বিকেলে কড়ৈতলী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ফরিদগঞ্জ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সদস্য রাজন চন্দ্র দে’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন ৮নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হোসেন আহমদ রাজন, কড়ৈতলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ফারুক হোসেন মিয়াজি, ৮নং পাইকপাড়া দঃ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য সেলিম জিতু, সমাজসেবক মোঃ নজরুল ইসলাম চৌধুরী, সমাজসেবক ও কন্ট্রাক্টর মোঃ আবুল হোসেন ভূঁইয়া, প্রবাসী ও সমাজসেবক মোঃ হুমায়ুন দর্জি, সমাজসেবক নজরুল ইসলাম স্বপন, কড়ৈতলী সূর্যতরুন ক্লাবের সভাপতি মোঃ শহিদুল্লাহ্ স্বপন, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুর রহমান রুবেল,, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রাশেদ খাঁন মানিক, সমাজসেবক মোঃ রুবেল হোসেন, প্রবাসী ও সমাজসেবক মোঃ আদনান ফাহাদ, কড়ৈতলী সূর্যতরুণ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান, সহ-সভাপতি ফয়সাল আহমেদ সোহেল, ফরিদগঞ্জ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য আসিফুর রহমান ছোটন, আনোয়ার হোসেন সজীব, মোঃ শাখাওয়াত হোসেন, মোঃ জসীমউদ্দিন রনি, মোঃ আকবর হোসেন, দীন মোহাম্মদ সোহেল, জিয়াউর রহমান জিয়া, সেবার আলো সামাজিক সংগঠনের সভাপতি মাহিদুল ইসলামসহ কড়ৈতলী সূর্যতরুণ ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার তরুণ সমাজের একাংশ প্রমুখ।
উক্ত সভায় একাডেমির কার্যক্রম এগিয়ে নিতে এবং গ্রামীন ফুটবলকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবং একাডেমির কার্যক্রমকে আরো শক্তিশালী করতে একাডেমির প্রতিষ্ঠাতা সদস্যরাসহ উপজেলার একঝাঁক তরুনসমাজ বিশেষ কার্যক্রম হাতে নেয়ার পরামর্শ দেন। উক্ত সভায় বক্তারা বলেন, তরুন সমাজকে মাদক মুক্ত রাখতে এবং কিশোর গ্যাং থেকে সমাজকে মুক্ত রাখতে ফুটবল ও খেলাধুলা চর্চার বিকল্প নাই। সভায় একাডেমির কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.