কচুয়া পৌরসভার কাঠ বাজার সংলগ্ন ব্রীজের নীচে ময়লা আবর্জনা স্তূপ হয়ে ভাগারে পরিনত হয়েছে। প্রতিদিন বস্তায় বস্তায় মুরগীর বিষ্ঠা, বাজারের ময়লা ফেলে খাল ভরে দুর্গন্ধময় হয়ে পড়ছে ওই এলাকা। ওই এলাকায় মসজিদ ও সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকগন দাপ্তরিক কাজ করে থাকেন।
তাছাড়া কচুয়া বাজারের দোকান রয়েছে ওই এলাকায়। প্রতিদিন বিদ্যালয়ের কমলমতী শিক্ষার্থীগন ওই সড়ক দিয়ে চলাফেরা করে থাকে। ময়লার দুর্গন্ধে পরিবেশে দূষিত হয়ে পড়ছে।
ওই সড়কে চলাচলকারীরা জানান,ময়লার দুর্গন্ধে নাকে হাত দিয়ে চলাচল করতে হয়। ফলে ক্রমেই জনস্বাস্থ্য হুমকির মুখে। প্রতিদিন ময়লা আবর্জনা ফেলার কারনে প্রবাহমান খালটি ভরাট হয়ে গেছে। স্থানীয়রা খালের কচুরীপনা ও ময়লা পরিস্কার করে বসবাসের উপযোগী করতে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছে।
তারা আরো জানান,খালের দুই পাশের ব্যবসায়ী ও বাসিন্দাদের ময়লা-আবর্জনা ফেলার স্থান হয়েছে খালটি। বদ্ধ খালের পানির সঙ্গে ময়লা-আবর্জনা মিশে পচা পানি থেকে দুর্গন্ধ ছাড়াচ্ছে। ব্যবসায়ি ও ক্রেতারা কচুয়া বাজারে আসতে চান নাও।
স্থানীয় বাসিন্দারা বলেন,খালের পচা পানির কারণে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া প্রতিদিন ভোরে খালপাড়ের দুই পাশ দিয়ে কয়েক হাজার মানুষ হাঁটাহাঁটি করেন। তাঁদের নাক চেপে ধরে চলাচল করতে হয়।
কচুয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ আলম জানান, বাজার ব্যবসায়ীদের ওই স্থানে ময়লা ফেলতে বারন করা হয়েছে। ময়লা আবর্জনা অপসারণ করা জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.