চাঁদপুরের মতলব দক্ষিণে “প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রাণি সম্পদ প্রদর্শনী বৃহস্পতিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে মতলব নিউ হোস্টেল মাঠে দিনব্যাপি ওই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীটির ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর ফিতা কেটে প্রদর্শনীর শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতিমা সুলতানা।
এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা, মুহাম্মদ জকির হোসেন, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আওলাদ হোসেন লিটন , মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন , সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন , উপজেলা কৃষি কর্মকর্তা চৈচন্য পাল , উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম , পৌর আওয়ামীলীগের সহ সভাপতি সুকুমার ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানা সহ উপস্থিত অতিথিরা প্রদর্শনীর ৪৫ টি প্রাণি সম্পদ স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। বিকালে প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.