হাজীগঞ্জে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২০ এপ্রিল) বিকালে উপজেলার আলীগঞ্জে ১৩টি মামলায় পৃথকহারে নগদ ২১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
জানা গেছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যাত্রীদের নিরাপত্তায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। এসময় তিনি সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় ১৩টি মামলা দায়ের এবং ১৩ জন অভিযুক্তকে পৃথকহারে নগদ ২১ হাজার টাকা জরিমনা আরোপ ও আদায় করেন।
এ সময় তিনি যানবাহনের চালকদের সড়ক পরিবহন আইন মেনে এবং যাত্রীদের নিরাপত্তার প্রতি খেয়াল রেখে গাড়ি চালানোর পরামর্শ ও নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বলেন, সড়কে শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহৃত থাকবে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.