চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমার শেষ দিনে অনলাইনের মাধ্যমে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১১জন, ভাইস চেয়ারম্যান পদে ১০জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯জন।
রবিবার (২১ এপ্রিল) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রির্টানিং অফিসার বশির আহমেদ। তিনি বলেন, এই তিন উপজেলায় ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তভাবে জমা হয়েছে।
চাঁদপুর সদরে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন-মো. হুমায়ুন কবির, মো. আইয়ুব আলী, রাকিব মাঝি, মিজানুর রহমান ও মোহাম্মদ নুরুল ইসলাম দেওয়ান। ভাইস চেয়ারম্যান পদে আবুল বারাকাত মো. রেজওয়ান, মো. নুরুল হায়দার, মো. হারুনুর রশিদ হাওলাদার ও মো. মাইনুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেবেকা সুলতানা ও শিপ্রা দাস।
হাজীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন-মো. আবু সুফিয়ান মজুমদার, মোহাম্মদ হেলাল উদ্দিন, মো. জসিম, ড্রাফটে রয়েছেন গাজী মাঈনুদ্দিন, মো. এরশাদ হোসাইন। ভাইস চেয়ারম্যান পদে সুমন, গোলাম ফারুক মুরাদ, ড্রাফটে রয়েছেন মো. মাসুদ ইকবাল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুবি বেগম, রাবেয়া আক্তার ও মির্জা শিউলি পারভীন।
শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন-মো. ওমর ফারুক, মো. কামরুজ্জামান মিন্টু, মোহাম্মদ মকবুল হোসেন পাটোয়ারী, মো. মাসুদ আলম ও মোহাম্মদ ওমর ফারুক। ভাইস চেয়ারম্যান পদে মো. ইব্রাহীম খলিল, তোফায়েল আহমেদ ইরান, মো. ইমদাদুল হক, মো. নুর আলম, মো. ওমর ফারুক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন নাহার, হাছিনা আক্তার, কামরুন্নাহার ও হনুফা আক্তার।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.