মালয়েশিয়ায় কুচকাওয়াজের মহড়া দেওয়ার সময় মাঝ আকাশে দেশটির নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারের ১০ জন ক্রু নিহত হয়েছেন।
মালয়েশিয়া নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৩২ মিনিটে পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরাকের লুমুত নৌ ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে।
নৌবাহিনী জানিয়েছে, দুটি হেলিকপ্টারে থাকা ১০ জন ক্রুর সবাই নিহত হয়েছেন। নিহতদের ঘটনাস্থলেই মৃত বলে নিশ্চিত করা হয়েছে এবং শনাক্তকরণের জন্য লুমুত নৌঘাঁটির সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে বেশ কয়েকটি হেলিকপ্টারকে এক সঙ্গে উড়তে দেখা গেছে। মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের একটিতে আরেকটির রোটর আঘাত করে। এতে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়ে নিচে পড়ে যায়। স্থানীয় পুলিশ ভিডিওটি আসল বলে নিশ্চিত করেছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরডিন বলেছেন, রয়্যাল মালয়েশিয়ান নেভির ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের জন্য আজ কুচকাওয়াজের মহড়া চলছিল। এতে একটি মেরিটাইম অপারেশন হেলিকপ্টার ও একটি ফেনেক মিলিটারি চপার মডেলের দুটি হেলিকপ্টার অংশ নেয়।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, নিহত ক্রুদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাঁদের সবার বয়স ৪০ বছরের নিচে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.